বাংলাদেশিদের জন্য বন্ধ থাকা ভিজিট (ভ্রমণ) ভিসা পুনরায় চালু করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ঢাকায় নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আলহামুদি জানিয়েছেন, প্রতিদিন গড়ে ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করা হচ্ছে।
রোববার (৪ মে) বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই তথ্য দেন আলহামুদি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ও ইউএই সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলে এই অগ্রগতি সম্ভব হয়েছে। পাশাপাশি তিনি জানান, ব্যবসায়িক প্রতিনিধি দলের জন্য গ্রুপ ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রেও জোরালো অগ্রগতি হয়েছে।
এছাড়া, ইউএই-এর মানবসম্পদ মন্ত্রণালয় অনলাইনভিত্তিক এমপ্লয়মেন্ট ভিসা ব্যবস্থা আবার চালু করেছে। এর আওতায় ইতোমধ্যে মার্কেটিং ম্যানেজার, হোটেল স্টাফসহ বিভিন্ন পেশাজীবীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের অভিবাসনপ্রত্যাশীদের জন্য আশার আলো হয়ে এসেছে। মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান পুনঃপ্রতিষ্ঠায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।