জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেও বিশ্রাম না নিয়ে সরাসরি সিলেট যান জাতীয় দলের কোচ ফিল সিমন্স। সেখানে তিনি ‘এ’ দলের অনুশীলন পর্যবেক্ষণ করেন এবং নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ মাঠে বসে উপভোগ করেন। এরপর ঢাকায় ফিরে গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি।
সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফর সামনে রেখে জাতীয় দলের এই প্রস্তুতি ক্যাম্পের দ্বিতীয় দিনে অনুশীলনে উপস্থিত ছিলেন মাত্র দুইজন ক্রিকেটার—তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। ছুটিতে থাকা অন্যান্য ক্রিকেটারদের অনুপস্থিতিতে হৃদয় ব্যাটিংয়ের সময় বিশেষভাবে অফসাইডের দুর্বলতা নিয়ে কাজ করেন। অন্যদিকে, অনিক ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং অনুশীলনেও সময় দেন।
সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এদিন ক্যাম্পে উপস্থিত ছিলেন না। টি-টোয়েন্টি স্কোয়াডের বেশ কয়েকজন খেলোয়াড় বর্তমানে সিলেটে ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যস্ত থাকায় ক্যাম্প এখনও পূর্ণাঙ্গভাবে শুরু হয়নি। আগামী ৮ মে থেকে ধাপে ধাপে খেলোয়াড়েরা ক্যাম্পে যোগ দেবেন।
এর আগে প্রথম দিনের অনুশীলনে অংশ নিয়েছিলেন লিটন দাস, সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম। ইনজুরি থেকে সেরে ওঠা লিটন দাস পুনর্বাসন প্রক্রিয়ায় মনোনিবেশ করছেন এবং আশা করা হচ্ছে, তিনি ১১ মে থেকে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরবেন।
এদিকে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ ব্যস্ত থাকায় রিশাদ হোসেন ও নাহিদ রানা জাতীয় দলের ক্যাম্পে অংশ নিচ্ছেন না। তারা সরাসরি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শারজাহতে অনুষ্ঠিতব্য সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন। তাদের পিএসএল দলের প্লে-অফে ওঠার ওপর নির্ভর করছে জাতীয় দলে যোগদানের সময়সূচি।