Ridge Bangla

তাসকিনের মাঠে ফেরার সম্ভাব্য সময় জানাল বিসিবি

গোড়ালির চোটে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) থেকে ছিটকে পড়েছেন জাতীয় দলের ডানহাতি পেসার তাসকিন আহমেদ। একই ইনজুরির কারণে তিনি আসন্ন সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান সফরেও খেলতে পারবেন না। এমনকি ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও তার অংশগ্রহণ অনিশ্চিত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, একাধিক সিরিজ মিস করা তাসকিনকে অন্তত আরও এক মাস মাঠের বাইরে থাকতে হবে। ইনজুরি মূল্যায়নের জন্য সম্প্রতি তিনি লন্ডনে গিয়ে অ্যাঙ্কল সার্জন, স্পোর্টস সার্জন এবং ফিজিশিয়ানের সঙ্গে পরামর্শ করেন।

প্রথমে আশঙ্কা ছিল যে তার অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে, তবে চিকিৎসকরা জানিয়েছেন, রিহ্যাব প্রক্রিয়ার মাধ্যমেই তিনি সেরে উঠতে পারবেন। বিসিবির মেডিকেল বিভাগ সেই অনুযায়ী তার জন্য একটি রিহ্যাব পরিকল্পনা তৈরি করেছে।

৬ মে থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের ট্রেইনার নাথান কেলি ও ফিজিও বায়েজিদুল ইসলামের অধীনে রিহ্যাব শুরু করেছেন তাসকিন। পুরো মে মাসজুড়ে তার রিহ্যাব চলবে এবং মাসের শেষ সপ্তাহে শুরু করবেন বোলিং প্রস্তুতি।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে জুনের শুরুতেই মাঠে ফিরতে পারেন তাসকিন। তবে এখনই তার ফেরার বিষয়ে কোনো নির্দিষ্ট দিনক্ষণ বলতে রাজি হয়নি বিসিবির মেডিকেল বিভাগ।

বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, “বিশেষজ্ঞদের মতে, সার্জারি ছাড়াই রিহ্যাবের মাধ্যমে তাসকিন সুস্থ হয়ে উঠতে পারবেন। আমরা তার অগ্রগতি নিয়ে আশাবাদী।”

এক বিসিবি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “রানআপ ধীরে ধীরে বাড়িয়ে বোলিং শুরু করলে তাসকিনের প্রকৃত অবস্থা বোঝা যাবে। চলতি মাসের শেষদিকেই বোঝা যাবে তিনি কবে থেকে মাঠে নামতে পারবেন। আপাতত সময়টাকে সম্ভাব্য হিসেবেই ধরা হচ্ছে।”

আরো পড়ুন