Ridge Bangla

কাশ্মীরে স্কুল ভবনে অজ্ঞাত বিমান বিধ্বস্ত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের পাম্পোরের উয়ান গ্রামে একটি স্কুল ভবনের ওপর বিধ্বস্ত হয়েছে একটি অজ্ঞাত উড়োজাহাজ। বুধবার ভোরে এই ঘটনা ঘটে, ঠিক ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান ক্ষেপণাস্ত্র হামলার উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই।

বিশ্লেষক মারিও নওফাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রথম এই ঘটনার তথ্য প্রকাশ করেন। বিমান বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী এবং জনসাধারণ ও সংবাদকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। অগ্নিনির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পাকিস্তানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান-কে জানান, ভারতীয় হামলার জবাবে পাকিস্তান অন্তত দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যদিও পরে কাশ্মীরের স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়, পাকিস্তানের গুলিতে মোট পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।

আরো পড়ুন