Ridge Bangla

বৃষ্টির ছোবলে হায়দরাবাদের প্লে-অফ স্বপ্নভঙ্গ

চলতি আইপিএল মৌসুমে শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে মাঠে নামলেও বারবার বিপদে পড়ছে সানরাইজার্স হায়দরাবাদ। মাঠের লড়াই কিছুটা সামাল দিলেও এবার বাধা হয়ে দাঁড়াল প্রকৃতি। প্লে-অফে টিকে থাকার স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল প্যাট কামিন্সের দলের।

সোমবার (৫ মে) হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মুখোমুখি হয় স্বাগতিক সানরাইজার্স। টিকে থাকতে হলে হায়দরাবাদকে বাকি প্রতিটি ম্যাচ জিততে হতো। সেই লক্ষ্যে দুর্দান্ত সূচনা করে তারা। টস জিতে প্রথমে ব্যাট করতে পাঠানো দিল্লিকে মাত্র ১৩৩ রানে আটকে দেয় হায়দরাবাদ।

প্রথম ওভারেই উইকেটরক্ষক ঈশান কিষাণের ক্যাচে করুণ নায়ারকে ফেরান কামিন্স। এরপর আরও তিনটি অসাধারণ ক্যাচ নিয়ে আলোচনায় আসেন ঈশান। ফাফ ডু প্লেসি, অভিষেক পোড়েল ও অক্ষর পটেলও ব্যর্থ হন। লোকেশ রাহুলও পারেননি কিছু করতে। মাত্র ২৯ রানে পাঁচ উইকেট হারিয়ে পড়ে দিল্লি বড় চাপে।

ট্রিস্টান স্টাবস ও বিপরাজ নিগম কিছুটা প্রতিরোধ গড়লেও রানআউট হয়ে যান নিগম। এরপর ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে নামেন আশুতোষ, যিনি ২৫ বলে দুটি চার ও তিনটি ছক্কায় ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেন। অপর প্রান্তে স্টাবসও ৪১ রানে অপরাজিত থাকেন। দিল্লির সংগ্রহ দাঁড়ায় ১৩৩ রান।

তবে দুর্ভাগ্যবশত, হায়দরাবাদ ব্যাট হাতে মাঠে নামার আগেই নামে বৃষ্টি। দীর্ঘ অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। দুই দলই একটি করে পয়েন্ট পায়।

এই এক পয়েন্টেই হায়দরাবাদের প্লে-অফ স্বপ্ন শেষ হয়ে যায়। ১১ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে ছিটকে পড়ে। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের জন্য এই এক পয়েন্ট ছিল মূল্যবান। জয় পেলে চতুর্থ স্থানে ওঠার সুযোগ থাকলেও এখন তারা পাঁচে, ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে।

আরো পড়ুন