আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মচারীদের জন্য ১০ দিনের ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (৬ মে) এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ ঘোষণা দেন।
তিনি জানান, পূর্বঘোষণা অনুযায়ী ঈদের ছুটি ৫ জুন থেকে ১০ জুন পর্যন্ত নির্ধারিত ছিল। নতুন ঘোষণায় ১১ ও ১২ জুনকেও ছুটি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ১৩ ও ১৪ জুন পড়েছে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)।
ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবারের কোরবানির ঈদে টানা ১০ দিনের ছুটি উপভোগ করতে পারবেন। তবে ১১ ও ১২ জুনের ছুটির পরিবর্তে ১৭ ও ২৪ মে (শনিবার) সরকারি অফিস খোলা থাকবে বলে জানানো হয়।
প্রেস সচিব আরও জানান, ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনায় ছুটি নির্ধারণ করবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ৬ বা ৭ জুন বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।