রাঙামাটির নানিয়ারচরে ইউপিডিএফ (মূল) সন্ত্রাসীদের অতর্কিত গুলিতে শহীদ হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ত্রিপুরাছড়ি আর্মি ক্যাম্পে এই মর্মান্তিক হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, সেনাবাহিনীর সদস্যরা রুটিন নাইট এসআরপি (সার্চ অ্যান্ড রেইড প্যাট্রল) অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় সন্ত্রাসীরা ক্যাম্পের ২ নম্বর পোস্ট লক্ষ্য করে গুলি চালায়। ওই পোস্টে দায়িত্বে থাকা সৈনিক শহিদুল ইসলাম গলায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শহীদ হন।
হামলার পর সেনাবাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছুড়লেও সন্ত্রাসীরা গহীন পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। ঘটনাস্থল তাৎক্ষণিক ঘিরে ফেলে সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনী শহীদ সৈনিক শহিদুল ইসলামের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে এবং জানিয়েছে যে, পাহাড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের সন্ত্রাসী তৎপরতার উপযুক্ত জবাব দেওয়া হবে এবং পাহাড়ে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে চলমান অভিযান আরও জোরদার করা হবে।