Ridge Bangla

চীনে পর্যটকবাহী নৌকা ডুবে ৯ জনের মৃত্যু

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশে পর্যটকবাহী চারটি নৌকা ডুবে অন্তত ৯ জন নিহত হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় আরও ৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৫ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানায়, স্থানীয় সময় রোববার গুইঝৌ প্রদেশের কিয়ানজি শহরের একটি নদীতে হঠাৎ প্রচণ্ড ঝড়ো বাতাস শুরু হলে চারটি নৌকা ডুবে যায়। এতে নৌকাগুলোর ৮৪ জন যাত্রী পানিতে পড়ে যান। তাদের মধ্যে ৮৩ জনকে উদ্ধার করা সম্ভব হলেও একজন এখনও নিখোঁজ রয়েছেন।

ঘটনাটি ঘটে চীনে মে দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী ছুটি উদযাপনের সময়, যা দেশটিতে পর্যটনের অন্যতম ব্যস্ত সময় হিসেবে বিবেচিত হয়।

ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত ব্যবস্থা নিতে প্রাদেশিক কর্তৃপক্ষকে নির্দেশ দেন এবং সম্ভাব্য সবকিছু করার আহ্বান জানান। উদ্ধারকাজে প্রায় ৫০০ জন কর্মী নিয়োজিত করা হয়।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি দুর্ঘটনার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট শি জিনপিং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং পর্যটন মৌসুমে জননিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।

আরো পড়ুন