Ridge Bangla

দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই: প্রধান নির্বাচন কমিশনার

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ। এবার দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই।”

সোমবার সকাল ১০টায় ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ‘ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ উপলক্ষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক।

সিইসি জানান, নির্বাচন সংশ্লিষ্টদের জন্য তিনটি মানদণ্ড নির্ধারণ করেছেন তিনি:
১) কাজটি আইনসম্মত কি না,
২) ব্যক্তিগত বিবেক তাতে সায় দেয় কি না,
৩) ১৮ কোটি মানুষের সামনে জবাবদিহির বিষয়টি স্মরণে রাখা।

তিনি বলেন, “এই তিনটি মানদণ্ড অনুসরণ করেই আমরা সিদ্ধান্ত নিচ্ছি। কেউ দায়িত্বে অবহেলা করলে তাকে জবাবদিহির আওতায় আনা হবে।” তিনি আরও বলেন, “বর্তমানে সব রাজনৈতিক দলই একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি করছে। এমনকি তারা বলেছে, ২০২৪ সালের আন্দোলনের কোনো অর্থ নেই যদি নির্বাচন নিরপেক্ষ না হয়।”

সিইসি আরও জানান, প্রধান উপদেষ্টা ভোটের দিনটিকে উৎসবমুখর রাখতে নির্দেশ দিয়েছেন। নির্বাচন কমিশন সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে যাতে ভোটাররা ভয় বা আতঙ্ক নয়, বরং নির্ভয়ে ভোট দিতে পারেন।

আরো পড়ুন