Ridge Bangla

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন, ঠেকেছে দশে

বাৎসরিক হালনাগাদ র‍্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে এতে দুঃসংবাদই পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ প্রকাশিত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে চার পয়েন্ট হারিয়ে বাংলাদেশ নেমে গেছে দশম স্থানে, যেখানে আগে তারা ছিল নবম। নতুন তালিকায় বাংলাদেশ এখন ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান করছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ পাঁচ পয়েন্ট যোগ করে উঠে এসেছে নবম স্থানে।

ওয়ানডেতে এমন পতনের পরও টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে আগের অবস্থান ধরে রেখেছে টাইগাররা। টেস্টে বাংলাদেশ রয়েছে নবম স্থানে (৬২ রেটিং পয়েন্ট) এবং টি-টোয়েন্টিতে রয়েছে ২২৫ রেটিং পয়েন্ট নিয়ে আগের অবস্থানে।

আইসিসি জানিয়েছে, হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে ২০২৪ সালের মে থেকে এখন পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচগুলোর রেটিং শতভাগ হিসাব করা হয়েছে, আর আগের দুই বছরের ম্যাচের ৫০ শতাংশ রেটিং বিবেচনায় নেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক। গত বছর থেকে এখন পর্যন্ত খেলা ১১ ম্যাচের মধ্যে জয় এসেছে মাত্র তিনটিতে। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হার এবং সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটিও ম্যাচ না জেতায় এই অবনতি হয়েছে।

এদিকে অন্যান্য দলগুলোর মধ্যে ভারতের অবস্থান আরও মজবুত হয়েছে। তারা ওয়ানডেতে ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। নিউজিল্যান্ড উঠে এসেছে দ্বিতীয় স্থানে, আর অস্ট্রেলিয়া নেমে গেছে তৃতীয়তে। শ্রীলঙ্কা চমক দেখিয়ে ছয় নম্বর থেকে চারে উঠে এসেছে। ইংল্যান্ড আটে নেমেছে, আর দক্ষিণ আফ্রিকা সাত নম্বরে।

টেস্ট র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া শীর্ষে থাকলেও ইংল্যান্ড চার থেকে উঠে এসেছে দুইয়ে, দক্ষিণ আফ্রিকা তিনে, ভারত এক ধাপ নেমে এখন চারে। টি-টোয়েন্টিতে শীর্ষে রয়েছে ভারত।

আরো পড়ুন