Ridge Bangla

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪০ পদে জনবল নিয়োগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, অনুষদ, হল এবং দপ্তরে ২০টি ভিন্ন পদে মোট ৪০ জন কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ মে ২০২৫ তারিখের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রতিষ্ঠান: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পদসংখ্যা: ৪০টি (২০টি পদে)

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

কর্মস্থল: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম

বয়সসীমা: নির্ধারিত নয়

আবেদনপত্র সংগ্রহ:
রেজিস্ট্রার অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে জমা দিতে হবে।

আবেদন ফি:
৩০০ টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আকারে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ সংযুক্ত করা আবশ্যক।

আবেদনের শেষ সময়:
১৮ মে ২০২৫, বিকেল ৩:৩০ মিনিট পর্যন্ত।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

আরো পড়ুন