ট্রান্সজেন্ডার নারীদের ক্রিকেটের সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। একটি ঘোষণায় ইসিবি জানায়, শুধুমাত্র যাদের জৈবিক লিঙ্গ নারী, তারাই মেয়েদের ক্রিকেটে অংশগ্রহণ করতে পারবেন। তবে ইসিবি আরও জানিয়েছে, ট্রান্সজেন্ডার নারী ও মেয়েরা উন্মুক্ত এবং মিশ্র ক্রিকেট বিভাগে খেলা চালিয়ে যেতে পারবেন।
বোর্ডের এই নীতি পরিবর্তন এসেছে ১৬ এপ্রিল যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের একটি রায়ের পরিপ্রেক্ষিতে। ওই রায়ে বলা হয়েছিল, একজন মহিলার আইনি সংজ্ঞা নির্ধারিত হবে জৈবিক যৌনতার ভিত্তিতে।
ইসিবি এক বিবৃতিতে জানিয়েছে, “বিনোদনমূলক ক্রিকেটের জন্য আমাদের নিয়মকানুন সবসময়ই নিশ্চিত করে যে ক্রিকেট যেন যতটা সম্ভব অন্তর্ভুক্তিমূলক হয়।”
বিবৃতিতে আরও বলা হয়, “সুপ্রিম কোর্টের রায় থেকে প্রাপ্ত নতুন পরামর্শের ভিত্তিতে আমরা বিশ্বাস করি যে এই ঘোষিত পরিবর্তনগুলি এখন প্রয়োজনীয় হয়ে উঠেছে।”
ইসিবি নিশ্চিত করে জানায়, “আমাদের খেলাধুলায় অপব্যবহার ও বৈষম্যের কোনো স্থান নেই। আমরা এটিকে সম্মানজনক এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশে রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
এর আগে বৃহস্পতিবার ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এক ঘোষণায় জানায়, ট্রান্সজেন্ডার নারীরা ১ জুন ২০২৫ থেকে ইংল্যান্ডে নারীদের ফুটবলে অংশ নিতে পারবেন না। এরপরই একই নীতির ধারাবাহিকতায় সিদ্ধান্ত নেয় ইসিবি।