Ridge Bangla

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে সরিয়ে দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎসকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যিনি আপাতত অন্তর্বর্তীকালীনভাবে দুটি দায়িত্বই পালন করবেন। বৃহস্পতিবার (১ মে) এই সিদ্ধান্তের কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প।

ট্রাম্প এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানান, “ওয়ালৎস আমাদের জাতির স্বার্থ রক্ষায় কঠোর পরিশ্রম করেছেন।” তিনি আরও জানান, ওয়ালৎসকে জাতিসংঘে পরবর্তী মার্কিন দূত হিসেবে মনোনীত করার পরিকল্পনা রয়েছে।

সম্প্রতি মাইক ওয়ালৎস একটি নিরাপত্তা সংক্রান্ত বার্তার গ্রুপ চ্যাটে ভুলবশত একজন সাংবাদিককে যুক্ত করেন। যদিও ঘটনার সময় তাকে বরখাস্ত করা হয়নি, এরপর থেকে তার অবস্থান দুর্বল হতে শুরু করে।

এছাড়া ওয়ালৎসের সহকারী অ্যালেক্স ওংও দায়িত্ব থেকে সরে দাঁড়াতে যাচ্ছেন। তিনি এশিয়া-সংক্রান্ত বিষয় বিশেষজ্ঞ এবং ট্রাম্পের প্রথম মেয়াদে উত্তর কোরিয়া বিষয়ক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

মার্কো রুবিওর পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের ঘটনা বিরল। সবশেষ হেনরি কিসিঞ্জার এই দুই দায়িত্ব একসঙ্গে পালন করেছিলেন, যা ছিল ১৯৭০-এর দশকে।

আরো পড়ুন