Ridge Bangla

শ্রমিক-মালিকদের যৌথ প্রচেষ্টাই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারে: প্রধান উপদেষ্টা

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিক ও মালিক একে অপরের পরিপূরক। তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি শক্তিশালী, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, “দেশকে নতুনভাবে গড়ে তুলতে হলে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং ঐক্যের পরিবেশ সুদৃঢ় করতে হবে।” মে দিবস উপলক্ষে দেশব্যাপী আয়োজিত অনুষ্ঠানে শ্রমজীবী মানুষের প্রতি সংহতি প্রকাশ করে তিনি আনন্দ প্রকাশ করেন এবং বলেন, “১৮৮৬ সালের ১ মে শিকাগোর হে মার্কেটের রক্তাক্ত আন্দোলনের মধ্য দিয়ে যে শ্রমিক অধিকার প্রতিষ্ঠা হয়েছিল, তা আজও বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অনুপ্রেরণার উৎস।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, শ্রমিক-মালিক সুসম্পর্ক দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম ভিত্তি। এ বছরের মে দিবসের প্রতিপাদ্য—“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে”—এটি সময়োপযোগী ও অর্থবহ। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের তৈরি পোশাক, কৃষি, নির্মাণ, পরিবহন, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে শ্রমিক ও মালিকের সম্মিলিত মেধা ও শ্রমের ফল রয়েছে। “এই ঐক্য ও সহযোগিতার ধারা অব্যাহত থাকলে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব,” বলেন তিনি।

জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫-এর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “কর্মক্ষেত্রে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা শ্রমিকের অধিকার, পাশাপাশি এটি শিল্পোন্নয়ন ও অর্থনীতির স্থায়িত্বে গুরুত্বপূর্ণ শর্ত।”

তিনি আরও বলেন, “সরকার শ্রমিকের ন্যায্য স্বীকৃতি, সামাজিক সুরক্ষা এবং জীবনমানের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। শ্রমিক-মালিক অংশীদারিত্বে দেশের উন্নয়ন-যাত্রা আরও বেগবান হবে।”

বাণীর শেষে প্রধান উপদেষ্টা মহান মে দিবস ও জাতীয় সেফটি দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফল বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন