ইসরায়েলের জেরুজালেম শহরের আশপাশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। বুধবার (১ মে) এ আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন অগ্নিনির্বাপণকর্মীরা। ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক। শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাস দাবানল নিয়ন্ত্রণে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ একে “জাতীয় জরুরি অবস্থা” ঘোষণা করে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন। ইতালি ও মেসিডোনিয়া থেকে তিনটি দমকল বিমান শিগগিরই পৌঁছাবে বলে জানিয়েছে জাতীয় নিরাপত্তা কাউন্সিল। এরই মধ্যে ইউরোপের বেশ কয়েকটি দেশকে সহায়তার অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী গিদন সার।
অগ্নিনির্বাপণ বিভাগের কমান্ডার শমুলিক ফ্রিডম্যান জানিয়েছেন, এখনো আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। দাবানলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জেরুজালেম থেকে ১৫ মাইল পশ্চিমে অবস্থিত ‘নেভে শালম’ শহরের আশপাশের এলাকা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সড়কের পাশেই দাউ দাউ করে আগুন জ্বলছে এবং রাস্তায় গাড়ির দীর্ঘ সারি।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে যিনি একটি খোলা মাঠে আগুন লাগানোর চেষ্টা করছিলেন।
দাবানলে এ পর্যন্ত অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শামির মেডিকেল সেন্টার ও কপলান মেডিকেল সেন্টারে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হাদাসা মেডিকেল সেন্টার সাধারণ জনগণকে ‘জরুরি প্রয়োজন ছাড়া’ হাসপাতালে না আসার অনুরোধ জানিয়েছে। যাঁদের অবস্থা গুরুতর নয়, তাদের হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে যাতে আহতদের চিকিৎসা নিশ্চিত করা যায়।
ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, প্রায় ১২০টি দমকল ইউনিট এবং ১২টি বিমান ও হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এই দাবানল এমন এক এলাকায় আবারও দেখা দিয়েছে, যেখানে গত সপ্তাহেও আগুন ছড়িয়েছিল।