ভোলার ঐতিহ্যবাহী মহিষের দুধের কাঁচা দই জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) বা ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পেয়েছে। দেশের একটি গুরুত্বপূর্ণ লোকজ খাদ্যপণ্য হিসেবে এবার এটি সরকারি স্বীকৃতির তালিকায় যুক্ত হলো।
বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫ উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের আয়োজিত আলোচনা সভায় এই স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের হাত থেকে স্বীকৃতিপত্র গ্রহণ করেন ভোলা জেলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান।
ভোলার দুই শত বছরের পুরনো ঐতিহ্যবাহী এই দই পণ্যকে জিআই স্বীকৃতির জন্য ২০২৩ সালের ১৯ ডিসেম্বর আবেদন করা হয়। পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরে আবেদনের পর পর্যালোচনা শেষে এটি ২৯ নম্বর শ্রেণিতে জিআই-৫৫ হিসেবে চূড়ান্ত স্বীকৃতি লাভ করে।
এই স্বীকৃতির ফলে ভোলার মহিষের দুধের কাঁচা দই এখন বাংলাদেশ সরকারের স্বীকৃত ভৌগোলিক পণ্য হিসেবে সংরক্ষিত এবং সুরক্ষিত হবে।