চলতি বছরের আগস্টে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। তবে শুক্রবার (২ মে) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, চলমান পরিস্থিতির কারণে ভারতীয় দলের বাংলাদেশ সফরের সম্ভাবনা “নেই বললেই চলে”।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই শঙ্কাকে উড়িয়ে দিয়েছে। দেশের একটি গণমাধ্যমকে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, “(সিরিজ স্থগিতের ব্যাপারে) আনুষ্ঠানিকভাবে আমরা এখনো কিছু জানি না। নির্ধারিত সূচি অনুযায়ী খেলা হওয়ার কথা। আমরা আশা করছি, ঠিক সময়েই সিরিজটি হবে।”
সিরিজ অনুযায়ী আগামী ১৩ আগস্ট ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ভারতীয় দলের। ১৭ আগস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা। এছাড়া চট্টগ্রামেও ম্যাচ হওয়ার কথা রয়েছে।
এদিকে টাইমস অব ইন্ডিয়া সূত্রের বরাতে জানিয়েছে, যদিও সিরিজটি আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রামের (এফটিপি) অন্তর্ভুক্ত, তবে চলমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির কারণে সফরটি অনিশ্চিত হয়ে পড়েছে। বিশেষ করে কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান উত্তেজনা ও সামরিক গোলাগুলির প্রেক্ষাপটে এই আশঙ্কা আরও জোরালো হয়েছে।
তবে বিসিবি স্পষ্টভাবে জানিয়েছে, এখনো কোনো আনুষ্ঠানিক বাতিলের খবর তারা পায়নি। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, “বিসিসিআই ও বিসিবির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। রাজনৈতিক বা সামাজিক বিষয় ক্রিকেটকে প্রভাবিত করবে না বলেই আমরা আশাবাদী। সিরিজ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মাঠে গড়াবে।”
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে দুই দেশের বোর্ড এখন পর্যন্ত পারস্পরিক সহযোগিতার মনোভাব বজায় রেখেছে। এই সফর অনুষ্ঠিত হলে এটি হবে ২০২২ সালের ডিসেম্বরের পর ভারতীয় দলের প্রথম বাংলাদেশ সফর।