Ridge Bangla

পাকিস্তানে আজাদ কাশ্মীরের বাসিন্দাদের খাদ্য মজুতের নির্দেশ

সম্প্রতি ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের পর ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সীমান্তে সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে পাকিস্তান-শাসিত আজাদ কাশ্মীরের বাসিন্দাদের জন্য খাদ্য মজুত করার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার (২ মে) এ নির্দেশ দেওয়া হয়। আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ার উল হক স্থানীয় প্রাদেশিক পরিষদে বলেন, “নিয়ন্ত্রণরেখা সংলগ্ন ১৩টি নির্বাচনী এলাকার জন্য দুই মাসের খাদ্যসরবরাহ মজুতের নির্দেশনা জারি করা হয়েছে।”

তিনি আরও জানান, “আঞ্চলিক সরকার ওই ১৩টি নির্বাচনী এলাকার জন্য খাদ্য, ওষুধ এবং মৌলিক চাহিদার পণ্য সরবরাহ নিশ্চিত করতে ১০০ কোটি রুপির (প্রায় ৩৫ লাখ মার্কিন ডলার) একটি জরুরি তহবিল গঠন করেছে।”

পেহেলগাম হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। ইতোমধ্যে কূটনীতিক বহিষ্কার, সীমান্ত বন্ধের মতো পদক্ষেপও দুই দেশের সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলেছে। এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনীকে ‘সম্পূর্ণ অভিযানের স্বাধীনতা’ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

হামলার দায় অস্বীকার করে আসছে পাকিস্তান। সামরিক উত্তেজনার আশঙ্কায় গত বৃহস্পতিবার পাকিস্তান-শাসিত আজাদ কাশ্মীরের কর্তৃপক্ষ এক হাজারেরও বেশি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে।

উল্লেখ্য, ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানের পর থেকে কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তান একাধিকবার সংঘাতে জড়িয়েছে। উভয় দেশই হিমালয় অঞ্চলের এই ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করে আসছে।

আরো পড়ুন