Ridge Bangla

রাশিয়ায় ভয়াবহ ড্রোন হামলা

রাশিয়ার রাজধানী মস্কোতে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, এমন অভিযোগ করেছে রুশ কর্তৃপক্ষ। টানা দ্বিতীয় রাত এই হামলার ফলে নিরাপত্তার কারণে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে মস্কোর চারটি প্রধান বিমানবন্দর—ভনুকোভো, দোমোদেদোভো, শেরেমেতিয়েভো এবং ঝুকোভস্কি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার এই হামলার খবর জানানো হয়। যদিও হামলার দায় স্বীকার করেনি ইউক্রেন, তবে রাশিয়ার দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল এবং অন্তত ১৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, শহরের বিভিন্ন মহাসড়কে ধ্বংস হওয়া ড্রোনের অংশ পড়ে থাকতে দেখা গেছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এছাড়া, রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলের রিলস্ক শহরেও ড্রোন হামলা হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন। সেখানে একটি বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ইউক্রেনের এসব হামলা রাশিয়ার প্রতিক্রিয়ামূলক অভিযানকে ত্বরান্বিত করতে পারে। উল্লেখযোগ্য যে, ২০২৩ সালের আগস্টে ইউক্রেন আকস্মিকভাবে কুরস্কে হামলা চালিয়ে কিছু এলাকা দখল করেছিল, যা পরে রাশিয়া পুনরুদ্ধারের দাবি করে।

এই ধারাবাহিক হামলা-প্রতিহামের মাধ্যমে রাশিয়া-ইউক্রেন সংঘাত এক নতুন উত্তেজনাপূর্ণ ধাপে প্রবেশ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরো পড়ুন