Ridge Bangla

২০১৭ সালে ম্যাক্রোঁর নির্বাচনী প্রচারণায় সাইবার হামলা করে রুশ হ্যাকাররা: ফ্রান্স

২০১৭ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে ইমানুয়েল ম্যাক্রোঁর নির্বাচনী প্রচারণা রাশিয়ান হ্যাকারদের হ্যাকিংয়ের শিকার হয়েছিল বলে অভিযোগ করেছে দেশটির সরকার। এছাড়া সাম্প্রতিক সময়ে ফরাসি একটি টিভি স্টেশন ও প্যারিস অলিম্পিকের সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানসহ একাধিক বড় সাইবার হামলার পেছনেও রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা (জিআরইউ)-এর সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করছে ফ্রান্স।

মঙ্গলবার ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে রাশিয়ান হ্যাকাররা ম্যাক্রোঁর প্রচারণা দলের ইমেইল এবং অভ্যন্তরীণ নথিপত্র চুরি করে অনলাইনে প্রকাশ করে। ভোটগ্রহণের কয়েক ঘণ্টা আগেই হাজার হাজার তথ্য ফাঁস করা হয়।

ফ্রান্সের ডিজিটাল প্রতিমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট অনলাইনে শেয়ার করা এক ভিডিও বার্তায় বলেন, “ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে এই নথিগুলো চুরি করা হয়েছিল, তবে শেষ পর্যন্ত তা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারেনি।”

ফলস্বরূপ, উগ্র ডানপন্থী প্রার্থী মেরিন লে পেনকে হারিয়ে নির্বাচনে জয়ী হন ইমানুয়েল ম্যাক্রোঁ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ২০২১ সাল থেকে জিআরইউ-এর একটি শাখা ফ্রান্সের প্রতিরক্ষা, অর্থনীতি, অর্থনৈতিক খাতসহ অন্তত ১০টির বেশি প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে। টার্গেটের তালিকায় ছিল সরকারি চাকরি, বেসরকারি সংস্থা এবং ২০২৪ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসের সঙ্গে সংশ্লিষ্ট একটি ক্রীড়া সংস্থা।

ব্যারোট আরও জানান, জিআরইউ ‘এপিটি২৮’ নামে পরিচিত একটি কৌশল ব্যবহার করে দীর্ঘদিন ধরেই ফ্রান্সের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। এই গোষ্ঠীকে ‘ফ্যান্সি বিয়ার’ নামেও ডাকা হয়, যাদের বিরুদ্ধে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির ইমেইল ফাঁস করে ডোনাল্ড ট্রাম্পকে সুবিধা দেওয়ার অভিযোগও রয়েছে।

আরো পড়ুন