Ridge Bangla

বিশ্বের ১১০টি দেশে হালাল খাবার রপ্তানি করে ইরান

ইরানের মান নিয়ন্ত্রণ ও বিপণন গবেষণা বিভাগের পরিচালক কিওমারস ইয়াগময়ী জানিয়েছেন, হালাল খাদ্যপণ্য ইরানের একটি প্রধান রপ্তানি খাত। মালয়েশিয়া, সিঙ্গাপুর, উপসাগরীয় দেশসমূহ ও উত্তর আফ্রিকার দেশগুলোতে এসব পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, তেহরানে ‘ইরানি সিটি অ্যান্ড সিটিজেনশিপ নিউজ এজেন্সি’ (আইএমএনএ)-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়াগময়ী বলেন, ইরাক, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, রাশিয়া এবং কিছু ইউরোপীয় দেশে ইরানি হালাল খাদ্যপণ্য রপ্তানি বাজারে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে।

তিনি জানান, অতীতে খাদ্যপণ্য পাচার অভ্যন্তরীণ বাজার ও রপ্তানিতে বিঘ্ন সৃষ্টি করলেও বর্তমানে তদারকি বৃদ্ধি ও স্থানীয় উৎপাদনের সক্ষমতা বাড়ায় ইরানি ব্র্যান্ডগুলোর চাহিদা বেড়েছে।

নতুন বাজারে প্রবেশে কিছু চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন তিনি, যেমন—বাজার গবেষণার অভাব, খাদ্য মানের ভিন্নতা ও আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা। তার মতে, টার্গেটকৃত দেশের অর্থনৈতিক প্রেক্ষাপট বুঝে কৌশলগত পরিকল্পনা নিতে হবে ইরানি কোম্পানিগুলোর।

তিনি আরও বলেন, সাংহাই সহযোগিতা সংস্থা (SCO), ইউরেশীয় ইউনিয়ন ও ব্রিকস-এর সদস্যপদ ইরানের জন্য খাদ্য রপ্তানিতে নতুন সুযোগ তৈরি করেছে। এসব সংস্থার বাণিজ্যিক বাধা কমলে ইরানি ব্র্যান্ডগুলোর জন্য আঞ্চলিক বাজারে প্রবেশ সহজ হবে।

ইয়াগময়ী বলেন, উৎপাদনের মান উন্নয়ন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলা এবং ভোক্তার চাহিদা অনুধাবনের ফলে ইরান তার প্রতিবেশী বাজারে শক্ত অবস্থান গড়ে তুলেছে। তবে আরও দ্রুত অগ্রগতির জন্য আন্তর্জাতিক সুযোগগুলো কাজে লাগানো জরুরি।

উল্লেখ্য, গতকাল সোমবার থেকে তেহরানে ‘ইরান এক্সপো ২০২৫’ শুরু হয়েছে, যেখানে বিশ্বের ১১০টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

আরো পড়ুন