Ridge Bangla

লন্ডনে পাকিস্তান হাইকমিশনে ভারতীয় বিক্ষোভকারীদের হামলা

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পাকিস্তানের হাইকমিশনের বাইরে শত শত ভারতীয় বিক্ষোভকারীর সমাবেশ হয়েছে। এরপর বিক্ষোভকারীদের একটি অংশ সরাসরি হামলা চালায় পাকিস্তান হাইকমিশনের ওপর। রোববার (২৭ এপ্রিল) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় বিক্ষোভকারীরা পাকিস্তান হাইকমিশনের জানালার কাচ ভেঙে ফেলে এবং ভবনের বাইরের দেয়াল ও সাইনবোর্ডে গেরুয়া রঙের পেইন্ট ছুড়ে দেয়। ফলে হাইকমিশন ভবনের আশপাশে ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং বড় ধরনের সম্পত্তি ক্ষতির ঘটনা ঘটে।

ঘটনার পর দ্রুত হাইকমিশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং দোষীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। পুলিশের হস্তক্ষেপে দুই ব্যক্তিকে সহিংসতার অভিযোগে গ্রেপ্তারও করা হয়েছে। অন্যদিকে, পাকিস্তান সমর্থকরাও পাল্টা বিক্ষোভ কর্মসূচি পালন করে।

এই উত্তপ্ত পরিস্থিতির পেছনে রয়েছে সাম্প্রতিক জম্মু-কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলা। ওই হামলায় ২৬ জন নিরীহ মানুষ নিহত হন, যার পর থেকেই পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠে।

ভারত সরাসরি পাকিস্তানকে এই হামলার জন্য পরোক্ষভাবে দায়ী করে। এর প্রতিক্রিয়ায় ভারত ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং আরও বেশ কিছু কঠোর প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেয়।

জবাবে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নেয়। তারা সিমলা চুক্তি স্থগিত করে এবং ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়। একই সঙ্গে ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যও স্থগিত করে পাকিস্তান।

দু’দেশের মধ্যে এই পাল্টাপাল্টি সিদ্ধান্ত আর কূটনৈতিক উত্তেজনার ফলে পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। আপাতত দু’পক্ষের মধ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

আরো পড়ুন