বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় জাতির পিতার স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সিনেমাটি মুক্তির পর প্রশংসার পাশাপাশি বিতর্কের মুখে পড়ে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিশার অংশগ্রহণ নিয়ে নানা আলোচনা শুরু হয়।
এই প্রেক্ষাপটে প্রথমবারের মতো সরাসরি মন্তব্য করলেন তিশার স্বামী, খ্যাতিমান নির্মাতা এবং সংস্কৃতি ও গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সোমবার (২৮ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফারুকী বলেন, “প্রত্যেক মানুষই তার পেশাগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাধীন। আমরা কি এমন সমাজে বাস করি যেখানে স্ত্রীর কোনো সিদ্ধান্তের আগে স্বামীর অনুমতি প্রয়োজন হয়? কিংবা স্বামীর সিদ্ধান্তে স্ত্রীর অনুমতি দরকার?”
তিনি আরও বলেন, “তিশা একজন পেশাদার অভিনেত্রী। সে নিজেই সিদ্ধান্ত নিয়েছে। এটা তার কাজ, তার ক্যারিয়ার। কেন সে এই চরিত্রে অভিনয় করেছে, সেটা সে নিজেই ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে। আমি তো এখানে কোনো ভুল দেখি না।”
এর আগেও এই প্রশ্নে ফারুকী উত্তর এড়িয়ে গিয়েছিলেন। ২০২৩ সালের ১১ নভেম্বর সচিবালয়ে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তাকে একই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তখন তিনি বলেছিলেন, “আমি কোনো উসকানিমূলক প্রশ্নের উত্তর দেব না। যুক্তিসঙ্গত প্রশ্নের জবাব দেব, তবে বিভ্রান্তি ছড়ায় এমন প্রশ্ন করবেন না।”
‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি পরিচালনা করেছেন ভারতীয় কিংবদন্তি নির্মাতা শ্যাম বেনেগাল। এটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয় এবং ২০২৩ সালে মুক্তি পায়। সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ।