কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কারনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে অনুষ্ঠিত প্রথম বৈঠকে স্পষ্টভাবে জানিয়েছেন, “কানাডা কখনো বিক্রির জন্য নয়।” বৈঠকের শুরুতে ট্রাম্প রসিকতা করে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে রূপান্তরের প্রস্তাব দিলে, কারনি উত্তর দেন, “বাকিংহাম প্যালেসের মতো কিছু জায়গা কখনো বিক্রির জন্য হয় না।”
বৈঠকটি যদিও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, বিভিন্ন ইস্যুতে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। ট্রাম্প কানাডার অ্যালুমিনিয়াম, স্টিল এবং গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন এবং কানাডা থেকে ফেন্টানিল প্রবাহ ঠেকাতে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তোলেন। কারনি শুল্ক তুলে নেওয়ার অনুরোধ করলেও ট্রাম্প তা প্রত্যাখ্যান করেন।
তবে দুই নেতা একে অপরের প্রশংসাও করেছেন। ট্রাম্প কারনির নির্বাচনী জয়কে “রাজনৈতিক ইতিহাসের সেরা প্রত্যাবর্তন” হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে কারনি আমেরিকান শ্রমিকদের পক্ষে কাজ করায় ট্রাম্পকে ‘রূপান্তরকারী প্রেসিডেন্ট’ হিসেবে আখ্যা দেন।
বৈঠকে কানাডা-যুক্তরাষ্ট্র ভবিষ্যৎ বাণিজ্য আলোচনা নিয়েও আশাবাদ প্রকাশ করেন কারনি। তিনি বলেন, “আলোচনা জটিল হলেও সম্ভাবনা রয়েছে।”
উল্লেখ্য, নির্বাচনী প্রচারে মার্ক কারনি ট্রাম্পের অর্থনৈতিক ও সার্বভৌমত্ব হুমকির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন।