মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী বাণিজ্যনীতি মোকাবিলায় ব্রিকসভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা দুই দিনের বৈঠকে মিলিত হয়েছেন ব্রাজিলের রিও ডি জেনিরোতে। সোমবার ও মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নিচ্ছেন ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরা।
আগামী জুলাইয়ে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের প্রস্তুতি হিসেবেই এই বৈঠক আয়োজন করা হয়েছে। বৈঠকের আগে ব্রাজিলের প্রতিনিধি মাউরিসিও লিরিও জানান, সদস্যদেশগুলো বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার গুরুত্ব নিয়ে একটি যৌথ ঘোষণাপত্র নিয়ে আলোচনা করছেন।
উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে বিশ্ববাণিজ্যে ব্যাপক অস্থিরতা তৈরি হয়। যদিও পরে সেই শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হয়, তবে চীনের ওপর তা বাড়িয়ে ১৪৫ শতাংশ করা হয়েছে।
এই বাণিজ্য সংকটের প্রভাব ইতোমধ্যে বৈশ্বিক অর্থনীতিতে পড়তে শুরু করেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পূর্বাভাস দিয়েছে, এ বছর বৈশ্বিক প্রবৃদ্ধির হার আরও কমে আসবে।