Ridge Bangla

মুন্সিগঞ্জে কবর খুঁড়ে ১৪ কঙ্কাল চুরি, জনমনে চরম আতঙ্ক

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার যশলং কবরস্থান থেকে এক রাতে ১৪টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে, যা নিয়ে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর ধারণা, সংঘবদ্ধ একটি চোর চক্র গভীর রাতে পুরনো কবরগুলো খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে। বুধবার (৩০ এপ্রিল) সকালে স্থানীয় লোকজন মরদেহ দাফনের জন্য কবরস্থানে গেলে চুরির বিষয়টি প্রথম নজরে আসে।

তারা দেখতে পান, একাধিক কবর খোঁড়া অবস্থায় রয়েছে এবং ভেতরে কোনো কঙ্কালের অস্তিত্ব নেই। এরপর খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ কবরস্থানে জড়ো হয়ে ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান। কবরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আক্তার শেখ জানান, “সকালে কবরস্থানে এসে দেখি, প্রায় ৭-৮টি কবর খোঁড়া এবং কঙ্কাল গায়েব। পরে গুনে দেখা যায় মোট ১৪টি কঙ্কাল চুরি হয়েছে।”

এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” এই রহস্যজনক চুরির ঘটনায় এলাকাবাসীর মাঝে ভীতি ও ক্ষোভ বিরাজ করছে। অনেকে দাবি করছেন, এটি কোনো কুসংস্কারমূলক কর্মকাণ্ডের অংশ কিংবা অবৈধ বাণিজ্যের উদ্দেশ্যেও হতে পারে। তদন্তের মাধ্যমে ঘটনার আসল রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন সবাই।

 

 

আরো পড়ুন