Ridge Bangla

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৭ এপ্রিল) আদালতের নির্দেশনার ভিত্তিতে এই গেজেট প্রকাশ করা হয় বলে জানিয়েছে ইসি সূত্র।

নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান,
“আমরা ২২ এপ্রিল আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে জানতে চেয়েছিলাম, আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে গেজেট প্রকাশ করা হবে কিনা। ইতিবাচক মতামত পাওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ঘটনার শুরু আরও আগে। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন, আর ইশরাক হোসেন পান ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট। নির্বাচনের পর ইশরাক ভোট কারচুপি ও নানা অনিয়মের অভিযোগ এনে আদালতে মামলা করেন।

পরবর্তীতে ২৭ মার্চ আদালত ওই নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন। আদালতের নির্দেশের পর নির্বাচন কমিশনকে গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল।

একজন ইসি কর্মকর্তা আরও বলেন, “বিগত সময়ে গেজেট প্রকাশ করা হলেও শেখ ফজলে নূর তাপস শপথ নিয়ে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাপসসহ তৎকালীন আওয়ামী লীগ মনোনীত অনেক জনপ্রতিনিধিকে তাদের পদ থেকে বহিষ্কার করা হয়।”

আরো পড়ুন