Ridge Bangla

সামান্থার চোখে হৃতিকের চেয়ে মহেশ বাবু সুদর্শন

বলিউডের ‘গ্রিক গড’ খ্যাত হৃতিক রোশান তার সৌন্দর্যে হলিউড তারকাদেরও টেক্কা দিয়েছেন। সেরা সুদর্শন পুরুষের তালিকায় তিনি বহুবার শীর্ষে থেকেছেন। তবে তার সৌন্দর্য নিয়ে ভিন্নমত পোষণ করেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

এক সাক্ষাৎকারে সামান্থাকে জিজ্ঞেস করা হয়েছিল, হৃতিককে ১০-এ কত নম্বর দেবেন। হাসতে হাসতে সামান্থা হৃতিককে ১০-এর মধ্যে ৭ নম্বর দেন। এরপর তিনি বলেন, “এই কথা শুনে অনেকেই হয়তো আমার উপর রেগে যাবেন। তবে আমি এটাই বলব, হৃতিককে আমার ততটাও সুন্দর পুরুষ বলে মনে হয় না। তাকে ১০-এর মধ্যে ৭-এর চেয়ে বেশি নম্বর দিতে পারব না।”

সাক্ষাৎকারে সামান্থা আরও জানান, দক্ষিণী তারকা মহেশ বাবুকে তিনি বেশ সুদর্শন মনে করেন। মহেশ বাবুকেই সামান্থা ১০-এ ১০ দিয়েছেন। তার চোখে মহেশ বাবুই সবচেয়ে সুদর্শন পুরুষ।

আরো পড়ুন