Ridge Bangla

২০ বছর কোমায় থেকে মারা গেছেন সৌদির ‘স্লিপিং প্রিন্স’

সৌদি আরবের রাজপরিবারের সদস্য এবং ‘স্লিপিং প্রিন্স’ নামে পরিচিত প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন মুসাইদ আল সৌদ ২০ বছর কোমায় থাকার পর মারা গেছেন। ২০০৫ সালে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কোমায় চলে যান তিনি। এরপর থেকে রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (১৯ জুলাই) তার মৃত্যুর খবর নিশ্চিত করে সৌদি রাজপরিবার।

প্রিন্স আল ওয়ালিদ ছিলেন প্রয়াত কিং খালেদ বিন আবদুল আজিজ আল সৌদের নাতি। তার বাবা প্রিন্স খালেদ বিন মুসাইদ ১৯৮৫ সালে এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারান। একই পরিবারে দুই প্রজন্মে এমন মর্মান্তিক দুর্ঘটনায় সৌদি রাজপরিবারে শোকের ছায়া নেমে আসে।

দুর্ঘটনার পর থেকেই প্রিন্স আল ওয়ালিদ ‘স্লিপিং প্রিন্স’ নামে পরিচিত হয়ে ওঠেন। বিগত দুই দশক ধরে দেশবাসী তার সুস্থতার জন্য দোয়া করে আসছিলেন। তার মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ঢল নামে। রাজপরিবারের সদস্য ও দেশের শীর্ষ নেতারা গভীর শোক প্রকাশ করেন।

সামাজিক মাধ্যমে শোকবার্তায় তাকে দয়ালু, বিনয়ী ও সদাচারী হিসেবে স্মরণ করা হয়েছে। তার জানাজা শেষে রাজধানী রিয়াদের আল উদ কবরস্থানে তাকে দাফন করা হয়। সৌদি রাজপরিবার দেশবাসীর কাছে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছে।

আরো পড়ুন