Ridge Bangla

লর্ডসে ভারতকে হারানোর পর জরিমানা গুনতে হচ্ছে ইংল্যান্ডকে

ইংল্যান্ড ও ভারতের মধ্যকার লর্ডস টেস্টের ফল এসেছে পঞ্চম দিনে। সাদা পোষাকের রোমাঞ্চমুখর লড়াইয়ে ইংল্যান্ড ২২ রানে জয় পেলেও ম্যাচের শেষে জরিমানা গুনতে হয়েছে ইংলিশ দলকে। মন্থর ওভার রেটের কারণে ইংল্যান্ডকে শাস্তি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কাটা হয়েছে তাদের ২ পয়েন্ট এবং ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ।

ম্যাচের প্রথম চার দিনই সময় আধা ঘণ্টা করে বাড়ানো হয়েছিল, তবুও প্রতিদিন পুরো ৯০ ওভার সম্পন্ন হয়নি। প্রথম দিনে ৮৩ ওভার খেলায় বল হয়েছিল, যেটি ছিল ভারতের বোলিং ইনিংস। এরপরের দিনগুলোতে ৮০ ওভারের নিচেই ছিল ওভার সংখ্যা। পাঁচ দিনের খেলায় মোট খেলা হয়েছে ৩৬৮.১ ওভার, যেখানে নির্ধারিত ছিল ৪৫০ ওভার। মন্থর বোলিংয়ের কারণে দুই দলই সমালোচনার মুখে পড়ে, তবে শাস্তি পেয়েছে শুধুমাত্র ইংল্যান্ড।

শাস্তির মূল কারণ ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে পুরো ৮০ ওভার না খেলা। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো ইনিংসে যদি ৮০ ওভারের বেশি খেলা হয়, তাহলেই ওভার রেট হিসাব করা হয় এবং মন্থর বোলিং পর্যালোচনার আওতায় আসে। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ভারত বোলিং করেছে, তবে সেখানে মন্থর বোলিং হয়নি। আর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ব্যাটিংয়ে থাকা অবস্থায় ভারত ৮০ ওভারের আগেই তাদের অলআউট করে দেয়, তাই ভারতকে জরিমানা করা হয়নি।

আগামী ২৩ জুলাই ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে গড়াবে সিরিজের চতুর্থ টেস্ট। এর আগেই মন্থর ওভার রেট নিয়ে সতর্কতা আরও বাড়াতে হতে পারে উভয় দলকে।

আরো পড়ুন