Ridge Bangla

মুক্তির আগেই ৫০০ কোটির ক্লাবে রাজিনীকান্তের ‘কুলি’

দক্ষিণ ভারতীয় সিনেমার দুই সুপারস্টার—রাজিনীকান্ত ও পরিচালক লোকেশ কানাগারাজের সম্মিলিত প্রয়াসে নির্মিত বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘কুলি’ মুক্তির আগেই রেকর্ড গড়েছে আগাম আয়ের দিক থেকে।

ছবিটির থিয়েট্রিক্যাল রাইটস (তামিলনাড়ু ও উত্তর ভারত বাদে) বিক্রি করেই প্রযোজকের ঘরে এসেছে ১৬৫ কোটি টাকা। এর মধ্যে কেবল কর্নাটক অঞ্চল থেকেই এসেছে ২৩ কোটি টাকা। দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও আগাম বিক্রি মিলিয়ে ‘কুলি’-এর প্রি-রিলিজ বাণিজ্য ছুঁয়েছে প্রায় ৫০০ কোটি টাকা।

এছাড়া ওটিটি, স্যাটেলাইট ও অডিও রাইটস বাবদ আগাম চুক্তি ধরলে ছবিটির ব্রেক-ইভেন পয়েন্ট দাঁড়িয়েছে প্রায় ৬০০ কোটিতে। এসব পরিসংখ্যানই ‘কুলি’কে ভারতের অন্যতম ব্যয়বহুল ও উচ্চাভিলাষী প্রজেক্টে পরিণত করেছে।

চলতি বছরে ভারতীয় বক্স অফিস মোটের ওপর মন্দার মধ্য দিয়ে গেলেও রাজিনীকান্তের অমলিন স্টারডম ও লোকেশের ব্লকবাস্টার নির্মাণের ধারাবাহিকতা দেখে সিনেমা ব্যবসায়ীরা ‘কুলি’-কে একটি নিশ্চিত সফল প্রজেক্ট হিসেবেই ধরে নিচ্ছেন।

যদিও একই সময় মুক্তির অপেক্ষায় রয়েছে বিগ বাজেট ছবি ‘ওয়ার ২’, তবে ট্রেড বিশ্লেষকদের মতে, ‘কুলি’-কে ঘিরে দর্শক, প্রেক্ষাগৃহ মালিক ও ডিস্ট্রিবিউটরদের আগ্রহই প্রমাণ করে রাজিনীকান্তের জনপ্রিয়তা এখনও টিকিট জানলায় অটুটভাবে বিদ্যমান।

এখন শুধু অপেক্ষা মুক্তির তারিখ ঘোষণার। রাজিনীকান্ত ও লোকেশের এই শক্তিশালী জুটির ‘কুলি’ শেষ পর্যন্ত বক্স অফিসে ঠিক কতটা ঝড় তুলতে পারে, সেটিই দেখার বিষয়।

আরো পড়ুন