Ridge Bangla

চলচ্চিত্র পরিচালনায় অরিজিৎ সিং

বিশ্বজয়ী কণ্ঠশিল্পী অরিজিৎ সিং এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন—চলচ্চিত্র পরিচালক হিসেবে। সংগীতের মঞ্চ থেকে এবার সরাসরি পরিচালকের আসনে বসছেন এই জনপ্রিয় গায়ক। ইন্ডিয়া টুডে-র এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, তিনি শিগগিরই তার প্রথম চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন।

সূত্র জানিয়েছে, ২০২৫ সালের শেষ নাগাদ শুরু হবে অরিজিৎ সিংয়ের পরিচালিত প্রথম ছবির শুটিং। এটি হতে যাচ্ছে একটি বড় বাজেটের জঙ্গল অ্যাডভেঞ্চারধর্মী চলচ্চিত্র। প্রযোজনায় থাকছেন খ্যাতনামা প্রযোজক মহাবীর জৈন, যিনি এর আগেও ‘নাগজিল্লা’ ও শ্রীশ্রী রবিশঙ্করের জীবনীভিত্তিক বায়োপিকের মতো উল্লেখযোগ্য প্রজেক্টে যুক্ত ছিলেন।

অনেক দিন ধরেই নীরবে পরিচালনার স্বপ্ন লালন করে আসছিলেন অরিজিৎ। ব্যস্ত সঙ্গীতজীবনের ফাঁকে ফাঁকে নিজেই লিখেছেন এই ছবির চিত্রনাট্য, যা সম্প্রতি চূড়ান্ত করা হয়েছে। আগামী এক মাসের মধ্যেই সিনেমাটির কাস্টিং শুরু হবে বলে জানা গেছে। এতে ভারতের জাতীয় পর্যায়ের বেশ কিছু পরিচিত তারকা অভিনয় করবেন।

অরিজিৎ সিংয়ের পরিচালিত এই সিনেমাটি মূলত প্যান-ইন্ডিয়ান দর্শকদের উদ্দেশ্যে নির্মিত হবে। জঙ্গল অ্যাডভেঞ্চার ঘরানার এই প্রজেক্টকে ঘিরে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। তবে ছবিতে কে কে অভিনয় করবেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

প্রসঙ্গত, বিগত এক দশকে বলিউড সংগীতজগতে শীর্ষস্থানীয় কণ্ঠশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অরিজিৎ সিং। এবার চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে নিজের ক্যারিয়ারে এক নতুন অধ্যায় সূচনা করতে চলেছেন তিনি।

আরো পড়ুন