দেশের প্রধান বাণিজ্যিক সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর ২০২৫-২৬ ও ২০২৬-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন ৪৫ দিন পিছিয়ে দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এ নির্বাচন পেছানোর কথা বুধবার (২ জুলাই) নিশ্চিত করেছেন সংগঠনটির মহাসচিব মো. আলমগীর।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে নির্বাচন বোর্ড নতুন তফসিল ঘোষণা করবে। নির্বাচন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রক্রিয়াগতভাবে যথাযথ নিয়ম অনুসরণ করে খুব শিগগিরই নতুন সময়সূচি প্রকাশ করা হবে।
উল্লেখ্য, এর আগে গত ১৮ জুন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ সেপ্টেম্বর ভোট গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু সময় বাড়ানোয় সেই তারিখ পরিবর্তিত হচ্ছে।
এফবিসিসিআই নির্বাচনে দেশের চেম্বার, অ্যাসোসিয়েশন ও বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রতি দুই বছর অন্তর ভোটের মাধ্যমে সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।
দেশের ব্যবসা-বাণিজ্যের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এফবিসিসিআই। ফলে নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ী মহলে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা দেখা যায়। নতুন তফসিল ঘোষণার পর নির্বাচনী কার্যক্রম পুনরায় শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।