Ridge Bangla

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে সুদান

র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নামক আধাসামরিক গোষ্ঠীকে সমর্থন দেওয়ার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে সুদান সরকার।

সুদানের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসিন ইব্রাহিম বলেন, ইউএই সুদানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইরত আরএসএফ-কে সমর্থন দিয়ে যাচ্ছে। এর ফলে সুদান ইউএই-তে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনছে বলেও জানান তিনি।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটি বলেছে, তারা আরএসএফ-কে কোনো ধরনের অস্ত্র বা সমর্থন দেয়নি।

সম্প্রতি সুদান আন্তর্জাতিক বিচার আদালতে ইউএই-র বিরুদ্ধে গণহত্যায় সহায়তার অভিযোগে মামলা দায়ের করলেও আদালত সেই মামলা গ্রহণ করেনি।

এছাড়া, পোর্ট সুদানে চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিমানবন্দর, জ্বালানি মজুতাগার, বন্দর, হোটেল, পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় জাতিসংঘ তাদের মানবিক সহায়তা কার্যক্রম স্থগিত করেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে ক্ষমতার দ্বন্দ্বে সেনাবাহিনী ও আরএসএফ-এর মধ্যে সংঘর্ষ চলছে, যা এখনো অব্যাহত রয়েছে।

আরো পড়ুন