ফুটবল দুনিয়ার বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই বার্সেলোনার হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছেন। ২০২৪-২৫ মৌসুমে দলকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে তুলতে রেখেছেন বড় ভূমিকা।
তবে ইন্টার মিলানের বিপক্ষে দ্বিতীয় লেগের অ্যাওয়ে ম্যাচে ৪-৩ গোলে হেরে এবারের চ্যাম্পিয়নস লিগ স্বপ্নভঙ্গ হয়েছে কাতালান ক্লাবটির। দুর্দান্ত খেলেও ফাইনালে ওঠা হয়নি বার্সেলোনার। ইন্টারের গোলরক্ষক ইয়ান সোমার পুরো ম্যাচজুড়ে ৭টি সেভ করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
এই হারে বার্সেলোনা ২০১৪-১৫ মৌসুমের পর আরেকটি শিরোপা খরা টানলো। ম্যাচ শেষে অনেকেই হতাশ হলেও ইয়ামাল ভেঙে পড়েননি। সমর্থকদের উদ্দেশ্যে এই তরুণ তারকা বার্তা দেন, “আমরা থামব না যতক্ষণ না আমরা এই ক্লাবটিকে তার প্রাপ্য স্থান শীর্ষে না রাখি। আমি আমার প্রতিশ্রুতি রাখব এবং বার্সেলোনার গৌরব ফিরিয়ে আনব। আমরা থামব না। কিন্তু রবিবার আরেকটি ফাইনাল (রিয়াল মাদ্রিদের সাথে) এবং আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”
এটি ছিল ইয়ামালের প্রথম চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল। তার খেলা দেখে বোঝা যায় বয়সের তুলনায় অনেক পরিণত তিনি। মাঠে তার নেতৃত্বের উপস্থিতি ফুটে উঠেছে বারবার।
এই মৌসুমে বার্সেলোনার হয়ে ৫১টি ম্যাচে খেলেছেন ইয়ামাল। করেছেন ১৪টি গোল এবং করিয়েছেন ২৪টি। এত অল্প বয়সে তার এমন পারফরম্যান্স দৃষ্টি কেড়েছে বিশ্বের অগণিত ফুটবলপ্রেমীর।