Ridge Bangla

সুন্দরবন দিয়ে ৭৮ জনকে পুশইন করলো বিএসএফ

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়ি টহল ফাঁড়ি সীমান্ত দিয়ে ৭৮ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, পুশইন হওয়া সব ব্যক্তি ভারতের গুজরাট রাজ্য থেকে ধরে আনা হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবন পশ্চিম বিভাগের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান। তিনি জানান, মান্দারবাড়িয়া টহল ফাঁড়িটি সাতক্ষীরা রেঞ্জ সদর থেকে প্রায় ৯৬ কিলোমিটার গহীন বনের মধ্যে অবস্থিত।

প্রথম দফায় মাদার নদী পেরিয়ে ৫৩ জনকে, এবং পরে আরও ২৫ জনকে বন বিভাগের টহল ফাঁড়ির নিকট ছেড়ে যায় বিএসএফ।

মশিউর রহমান জানান, পুশইন হওয়া ব্যক্তিদের প্রাথমিকভাবে বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে এবং প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী সময়ে তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হবে।

এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তবে বিএসএফের এমন আচরণ নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা ও প্রতিবাদ জানানো হবে কিনা, সে বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, এ ধরনের পুশইন কার্যক্রম আন্তর্জাতিক সীমান্ত আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং তা দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আরো পড়ুন