Ridge Bangla

শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের সহায়তায় উদ্যোগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১০ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ব্যবস্থা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি বলেন, “আন্তর্জাতিক আইনের আওতায় ইন্টারপোল প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে এবং এই প্রক্রিয়া সবসময় চলমান।”

তিনি আরও বলেন, “ইন্টারপোল আমাদের কথায় কাজ করবে না, তারা তাদের নিজস্ব নিয়ম ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ব্যবস্থা নেয়।”

শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “জনদুর্ভোগ যেন না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকা প্রয়োজন। সাংবাদিকদেরও এ বিষয়ে ভূমিকা রাখা উচিত। আন্দোলন যদি জনবহুল সড়কের পরিবর্তে নির্ধারিত স্থানে হয়, তবে তা আরও ফলপ্রসূ হতে পারে।”

তিনি বলেন, “দাবিগুলোকে অযৌক্তিক বলা যাবে না। আন্দোলনকারীরা তাদের অবস্থান পরিবর্তন করেছে, তবে জরুরি পরিবহন ও অ্যাম্বুলেন্স চলাচল স্বাভাবিক রয়েছে।”

তিনি আরও জানান, দেশের নিরাপত্তা ও জনগণের স্বার্থে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে।

আরো পড়ুন