Ridge Bangla

আরব আমিরাতে সরিয়ে নেওয়া হল পিএসএল

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনা ও সংঘাতের কারণে নিরাপত্তার শঙ্কা তৈরি হওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সিদ্ধান্ত নিয়েছে পিএসএল-১০ এর বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের। টুর্নামেন্টে বাকি আছে মাত্র ৮টি ম্যাচ, যেগুলোর নতুন সময়সূচি পরে জানানো হবে।

বৃহস্পতিবার রাতে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে করাচি কিংস ও পেশোয়ার জালমির মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। এর আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বিদেশি খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে জানান, লিগটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হবে।

ইএসপিএন-ক্রিকইনফো জানিয়েছে, বিদেশি ক্রিকেটাররা ইতিমধ্যেই পাকিস্তান ত্যাগ করে আমিরাতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে ম্যাচগুলো কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে, তা এখনো নির্ধারিত হয়নি। তাই খেলা মাঠে গড়াতে কিছুটা সময় লাগতে পারে।

এদিকে রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলার পর থেকেই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেন। বিসিবি জানিয়েছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পিসিবি ও ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

এক বিবৃতিতে বিসিবি আরও জানায়, পাকিস্তানে অবস্থানকালীন নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও, দেশে ফিরিয়ে আনার সময় যেন সব ব্যবস্থা সময়মতো ও সুবিধাজনকভাবে সম্পন্ন হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

আরো পড়ুন