প্রথম ম্যাচ হেরে সিরিজ শুরু করলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ছয় ম্যাচের সিরিজে শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নেয়।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সিরিজ ট্রফি নিয়ে দেশে পৌঁছেছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন যুব দল। দেশে ফিরে ক্রিকেটাররা স্বল্প সময়ের ছুটি কাটাবেন নিজ নিজ ঘরে। আগামী ২০ মে থেকে আবারও শুরু হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প।
এর আগে যুব এশিয়া কাপ জয়ের পর এই সিরিজ জয় জুনিয়র টাইগারদের জন্য আরও একটি বড় অর্জন। এটি ২০২৬ সালে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতিতে তাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সিরিজ জিতলেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে হেরে যায় তারা। তবে পরপর তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয়। পঞ্চম ওয়ানডেতে জয় পায় স্বাগতিক শ্রীলঙ্কা। কিন্তু ষষ্ঠ ও শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় লঙ্কানরা আর সিরিজে সমতা আনতে পারেনি।