Ridge Bangla

পরিবর্তন এসেছে সাফের গঠনতন্ত্রে, এতে করে সালাউদ্দিনের রাস্তা পরিষ্কার

সাফের (দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন) গঠনতন্ত্রে এতদিন তিন মেয়াদের বেশি কেউ নির্বাহী কমিটিতে থাকতে পারতেন না। তবে কাজী সালাউদ্দিন ইতোমধ্যেই চার মেয়াদে সাফ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। শনিবার অনুষ্ঠিত কংগ্রেসে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে এই সীমাবদ্ধতা তুলে দেওয়া হয়েছে। ফলে সালাউদ্দিনের পঞ্চমবার সভাপতি পদে নির্বাচিত হওয়ার পথে আর কোনো বাধা থাকল না।

শুধু সভাপতি নয়, নতুন সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী এখন নির্বাহী কমিটিতে যে কেউ তিনের অধিকবার নির্বাচিত হতে পারবেন।

সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল কাঠমান্ডু থেকে জানান, “সাফের গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে সংশোধন হয়েছে।” সাফ কংগ্রেসে সশরীরে অংশ না নিলেও সভাপতি সালাউদ্দিন অনলাইনে যুক্ত হন। গঠনতন্ত্র সংশোধন ছাড়াও কংগ্রেসে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা হয়।

আগামী বছর সাফ নারী, পুরুষ ও বয়সভিত্তিক মিলিয়ে একাধিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। এএফসির আদলে সাফও ফুটসাল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেসে বাফুফের প্রতিনিধি মঞ্জুরুল করিম ও টিপু সুলতান উপস্থিত ছিলেন।

মঞ্জুরুল করিম সদ্যসমাপ্ত সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে রেফারিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে তিনি জানান, “বাংলাদেশ-ভারত ফাইনালে রেফারিং নিয়ে সাফকে আরও সতর্ক হওয়ার অনুরোধ জানিয়েছি।”

উল্লেখ্য, ওই ফাইনালের ৪২ মিনিটে কর্নার থেকে গোল করেছিল বাংলাদেশ, তবে রেফারি গোলের আগেই ফাউলের বাঁশি বাজান—যা নিয়ে বিতর্ক তৈরি হয়।

এছাড়াও এবারই প্রথম সাফের নির্বাহী কমিটিতে নারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ভুটানের জিমবিরি।

আরো পড়ুন