জার্মানির হামবুর্গ শহরের কেন্দ্রীয় রেলস্টেশনে শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় ছুরিকাঘাতে অন্তত ১৮ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৩৯ বছর বয়সী এক জার্মান নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জার্মান পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হলেও তারা বর্তমানে স্থিতিশীল রয়েছেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারীর মানসিক অসুস্থতার “স্পষ্ট প্রমাণ” পাওয়া গেছে এবং এ হামলার সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয়।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে স্টেশনের ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি স্থানে একটি ট্রেন দাঁড়িয়ে থাকার সময় হামলাটি ঘটে।
ট্রেনের জন্য অপেক্ষমাণ যাত্রীদের ওপর হঠাৎ ছুরি নিয়ে হামলা চালান ওই নারী। তবে প্ল্যাটফর্মে উপস্থিত দুই ব্যক্তি ও জরুরি সেবাকর্মীদের দ্রুত হস্তক্ষেপে হামলাকারীকে থামানো সম্ভব হয়।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ ঘটনাটিকে “চমকপ্রদ” বলে উল্লেখ করেন এবং জরুরি সেবাকর্মীদের “দ্রুত সহায়তার” জন্য ধন্যবাদ জানান।
হামবুর্গের কেন্দ্রীয় রেলস্টেশন জার্মানির অন্যতম ব্যস্ত পরিবহন কেন্দ্র। প্রতিদিন এখানে গড়ে সাড়ে পাঁচ লাখেরও বেশি যাত্রী চলাচল করে।