Ridge Bangla

ড. ইউনূসের প্রতি আন্তর্জাতিক সমর্থন অব্যাহত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে দেশের রাজনৈতিক অচলাবস্থায় আন্তর্জাতিক মহলের সমর্থন পেয়েছে অন্তর্বর্তী সরকার। সেনাপ্রধানের বক্তব্য ও বিএনপির আন্দোলনের প্রেক্ষিতে যে চাপ তৈরি হয়েছিল, তা মোকাবেলায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন ড. ইউনূসের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টার কার্যালয়ের একাধিক কর্মকর্তা জানান, এসব আন্তর্জাতিক সংস্থা ও রাষ্ট্র স্পষ্ট করে জানিয়েছে, ড. ইউনূস সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। তাদের মতে, আগামী জাতীয় নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করা জরুরি এবং এ লক্ষ্যে ইউনূস সরকারের গৃহীত পদক্ষেপগুলো সময়োপযোগী ও ইতিবাচক।

একই সঙ্গে তারা জুলাই গণহত্যার বিচার কার্যক্রমে দৃঢ় সমর্থনের কথাও জানিয়েছে। তাদের মতে, এসব উদ্যোগ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়ক হবে এবং এই যাত্রায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত থাকবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের অবস্থান একই। তারা চান, ড. ইউনূসের নেতৃত্বে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশ একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাক।

বিশ্লেষকদের মতে, এই আন্তর্জাতিক সমর্থন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন