Ridge Bangla

ক্লাব বিশ্বকাপে খেলতে পারেন রোনালদো: ইনফান্তিনো

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ক্লাব বিশ্বকাপে অংশ নেবেন কি না, তা নিয়ে চলছে আলোচনা। রোনালদোর বর্তমান ক্লাব আল-নাসর ক্লাব বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করতে না পারায়, ৪০ বছর বয়সী এই ফুটবলারের অংশগ্রহণ অনিশ্চয়তার মুখে পড়ে।

তবে অন্য কোনো দলের হয়ে রোনালদো এই টুর্নামেন্টে খেলতে পারেন বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

এক ইউটিউবারের সঙ্গে সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, “মেসি যেমন ইন্টার মায়ামির হয়ে ১৪ জুনের উদ্বোধনী খেলায় অংশ নেবেন, তেমনি রোনালদোও হয়তো অন্য কোনো দলের হয়ে খেলবেন। কিছু ক্লাবের সঙ্গে আলোচনা চলছে।”

রোনালদোর বর্তমান চুক্তি ৩০ জুন শেষ হচ্ছে। এবছর ক্লাব বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে এবং এবারই প্রথমবারের মতো গ্রীষ্মকালীন আসরে ৩২টি দল অংশ নিচ্ছে। এ উপলক্ষে ১–১০ জুন পর্যন্ত অতিরিক্ত ট্রান্সফার উইন্ডো চালু রেখেছে ফিফা।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ইতোমধ্যে একটি ব্রাজিলিয়ান ক্লাব রোনালদোকে প্রস্তাব দিয়েছে।

সেই ক্লাবের কোচ রেনাতো পায়ভা বলেন, “একজন তারকা হিসেবে রোনালদোকে না বলার সুযোগ নেই। এখনও তিনি গোল মেশিন।”

রোনালদোর ভবিষ্যৎ নিয়ে ফুটবল দুনিয়ায় উৎসাহ এখন তুঙ্গে। এই সুযোগ কাজে লাগাতে একাধিক ক্লাব ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছে।

আরো পড়ুন