Ridge Bangla

ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার বিমান হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাশিয়া ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ২৫০টি ড্রোন ও ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে ৬টি ক্ষেপণাস্ত্র এবং ২৪৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এই হামলাটি যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভে অন্যতম বৃহৎ ও সমন্বিত আকাশ হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “প্রতিটি এমন হামলার মাধ্যমে বিশ্ব আরও নিশ্চিত হচ্ছে যে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার একমাত্র কারণ মস্কো।”

তিনি জানান, কিয়েভে “কঠিন এক রাত” কেটেছে। আগুন ও বিস্ফোরণের ঘটনায় বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলেনস্কি আরও বলেন, “রাশিয়ার অর্থনীতির মূল খাতগুলোর ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞাই মস্কোকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পারে।”

এই হামলা এমন সময় ঘটল, যখন রাশিয়া ও ইউক্রেন তুরস্কে আলোচনার পর যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হয়েছে।

অন্যদিকে, গত সপ্তাহে রাশিয়া অভিযোগ করে জানিয়েছে যে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে শত শত বিস্ফোরক ড্রোন হামলা চালিয়েছে।

আরো পড়ুন