Ridge Bangla

ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি আবারও উত্থাপন করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (২৪ মে) রাত সোয়া ১০টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একাধিক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এদিন দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, আসন্ন নির্বাচন এবং প্রস্তাবিত সংস্কার নিয়ে পৃথকভাবে তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। অংশগ্রহণকারী দলগুলো হলো—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৈঠকে দলগুলোর নেতারা প্রধান উপদেষ্টার কাছে বর্তমান সংকট নিরসনে সুস্পষ্ট নির্বাচনকালীন রোডম্যাপ ও নির্বাচনপূর্ব সংস্কারের দাবি তুলে ধরেন। পাশাপাশি নিজেদের রাজনৈতিক অবস্থান ও প্রস্তাবনাও উপস্থাপন করেন।

প্রেস সচিব জানান, বৈঠকে প্রধান উপদেষ্টা অংশগ্রহণকারী দলগুলোর মতামত গুরুত্ব সহকারে শুনেছেন এবং শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামীকাল (২৫ মে) আরও আটটি রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরো পড়ুন