Ridge Bangla

ঢাকায় বন্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশার ওয়ার্কশপ ও চার্জিং পয়েন্ট

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ব্যাটারিচালিত অবৈধ রিকশার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, এসব রিকশার উৎপাদন ও চার্জিং পয়েন্ট বন্ধ করে দেওয়া হবে। এ লক্ষ্যে ডেসকোর সহায়তায় রাজধানীতে অভিযান শুরু হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) রাজধানীর আসাদগেট এলাকায় ডিএনসিসি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে অভিযান চালায়। অভিযান চলাকালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রশাসক বলেন, “মূল সড়কে রিকশা চলবে না, শুধুমাত্র অভ্যন্তরীণ সড়কে চলাচলের অনুমতি থাকবে।”

তিনি জানান, একটি গবেষণায় দেখা গেছে যে, মোট সড়ক দুর্ঘটনার অন্তত ২০ শতাংশের জন্য দায়ী এসব ব্যাটারিচালিত রিকশা, যার প্রভাব সবচেয়ে বেশি পড়ছে নারী ও শিশুদের ওপর। এই রিকশাগুলোর কোনো নিরাপত্তা নীতিমালা নেই, ফলে দুর্ঘটনার ঝুঁকিও বেশি।

ডিএনসিসি প্রশাসক আরও জানান, বুয়েটের সহায়তায় নিরাপদ ব্যাটারিচালিত রিকশার একটি নকশা তৈরি করা হয়েছে এবং নির্দিষ্ট কয়েকটি কোম্পানিকে এগুলো উৎপাদনের অনুমতি দেওয়া হয়েছে। শিগগিরই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, প্রশিক্ষণপ্রাপ্ত চালকরাই লাইসেন্স পাবেন এবং নির্ধারিত এলাকায় নির্ধারিত ভাড়ায় রিকশা চালাতে পারবেন।

প্রশাসক জানান, একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে মাত্র একটি রিকশার লাইসেন্স দেওয়া হবে, যেন রিকশা ব্যবসার অপব্যবহার রোধ করা যায়।

মঙ্গলবারের অভিযানে ৩০টি অবৈধ ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়েছে। অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে ডিএনসিসি।

আরো পড়ুন