Ridge Bangla

জাতীয় নির্বাচন আয়োজন বাংলাদেশের একটি অভ্যন্তরীণ বিষয়: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে ভারতের উদ্বেগের প্রতিক্রিয়ায় মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (১৩ মে) এক বিবৃতিতে তিনি বলেন, “জাতীয় নির্বাচন আয়োজন বাংলাদেশের একটি অভ্যন্তরীণ বিষয়। এই প্রক্রিয়ায় দেশের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতি সবাইকে শ্রদ্ধা জানাতে হবে।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের হাতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ক্ষত এখনো বাংলাদেশের জনগণের কাছে গভীরভাবে বেদনাদায়ক। তারা বিগত ১৫ বছরে দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করেছে, রাজনৈতিক পরিসর সংকুচিত করেছে এবং বারবার বাংলাদেশের সার্বভৌমত্বকে আপসের দিকে ঠেলে দিয়েছে।”

প্রেস সচিব জানান, জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং জুলাই আন্দোলনের কর্মী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করতেই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তিনি একে সময়োপযোগী ও ন্যায্য সিদ্ধান্ত বলে উল্লেখ করেন।

নির্বাচন ইস্যুতে তিনি বলেন, “আওয়ামী লীগ অতীতে একের পর এক প্রহসনমূলক নির্বাচন পরিচালনা করে দেশের নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করেছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও ব্যবস্থার সংস্কারের জন্য কাজ করছে।”

এই বিবৃতি ভারতের উদ্বেগের প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের অবস্থান স্পষ্ট করেছে বলে মনে করা হচ্ছে।

আরো পড়ুন