দীর্ঘ দেড় যুগ পর নিজের শৈশবের পৈত্রিক ভিটায় ফিরলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ মে) চট্টগ্রামের হাটহাজারীর বাথুয়া গ্রামে নিজ বাড়িতে ফিরে আবেগময় স্মৃতিচারণ করেন তিনি।
স্থানীয় আঞ্চলিক ভাষায় তিনি বলেন, “বঅত দিন পর গ্রামত আসিদ্দি। ছোড বেলায় এডেই আছিলাম… বট গাছর নিচে আড বইসতো।”
তিনি জানান, এখানেই তার শৈশব কেটেছে এবং প্রাথমিক পড়াশোনাও শুরু হয়েছিল এই গ্রামেই। বিকেল ৪টা ৫৮ মিনিটে তিনি পৌঁছান তার বাবার বাড়ি, পরে যান তার দাদার কবর জিয়ারতে। ড. ইউনূসের আগমনে পুরো গ্রাম উৎসবমুখর হয়ে ওঠে। আত্মীয়-স্বজন, পুরোনো বন্ধু ও প্রতিবেশীরা ভিড় করেন তাকে দেখতে। সবার সঙ্গে কুশল বিনিময় শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।