Ridge Bangla

ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত ৮১, আহত শতাধিক

গাজা ভূখণ্ডে ইসরায়েলের নতুন হামলায় আবারও রক্তাক্ত হলো ফিলিস্তিন। মঙ্গলবার (১৩ মে) মধ্যরাত থেকে শুরু হওয়া তীব্র গোলাবর্ষণে একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ৮১ জন ফিলিস্তিনি। এর মধ্যে শুধু উত্তর গাজায় নিহত হয়েছেন ৫১ জন, এবং দক্ষিণ গাজায় ইউরোপীয় ও নাসের হাসপাতালের ওপর চালানো হামলায় নিহত হন আরও ৩০ জন।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, উত্তর গাজার বাসিন্দারা তখন গভীর ঘুমে ছিলেন। আকস্মিক হামলায় অনেকেই বাড়ির ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত হন। দক্ষিণ গাজার হাসপাতালগুলোতে চালানো আক্রমণে নিহতদের মধ্যে রয়েছেন রোগী, নার্স এবং একজন সাংবাদিক। এই হামলাগুলো বিদ্যমান যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে বলে অভিযোগ জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২,৯০০-এরও বেশি। আহত হয়েছেন ১ লাখ ১৯ হাজারের বেশি মানুষ। চলতি বছরের ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার হামলায় প্রাণ হারিয়েছেন আরও প্রায় ২,৮০০ জন।

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ জনগণ বাস্তুচ্যুত হয়েছেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

মানবাধিকার সংস্থাগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় এই বেসামরিক হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে।

আরো পড়ুন