ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে ভেজাল মদ্যপানে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর অসুস্থ হয়ে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় প্রশাসন জানায়, অমৃতসর জেলার মাজিথা ব্লকের পাঁচটি গ্রামে এই বিষাক্ত মদ্যপানের ঘটনা ঘটে। নিউজ এইটটিন জানিয়েছে, আশপাশের গ্রামগুলোতেও একই ধরনের মদ পান করেছেন অনেকে এবং তাদের অনেকে বমি, শ্বাসকষ্টসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।
বর্তমানে অমৃতসরের সরকারি হাসপাতালে ১০ থেকে ১৫ জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
অমৃতসরের উপকমিশনার সাক্ষী সহনি এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মনিন্দ্র সিং ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। মামলায় যাদের আসামি করা হয়েছে, তারা হলেন— প্রাভজিৎ সিং, কুলবীর সিং, সাহেব সিং, গুরজান্ত সিং এবং নিন্দার কাউর।
পাঞ্জাব সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে ভেজাল মদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে এবং দায়ীদের শাস্তির আওতায় আনা হবে।